#চাকর_মালিক(ইংলিশ ম্যাম)
পর্ব::১ম
*"কি রে সানি তোর কাজ শেষ হল?*"জি স্যার এই তো প্রায় শেষ।
*" তারাতারি কর। রিদি মামনির ফ্লাইট এতক্ষনে এসে পরল মনে হয়?
*"জি স্যার এখনি যাচ্ছি।
বলেই গাড়ি নিয়ে বেরিয়ে পরলাম।
আমি সানি। এতক্ষন কথা বলল আমার মালিক রুহুল কবির। আসলে আজ তার একমাত্র মেয়ে রিদি বিদেশ থেকে ফিরছে। আজ প্রায় ৫ বছর পর। আমি যাচ্ছি। আনতে।আমি এই বাড়িতে কাজ করছি প্রায় চার বছর। বাংলা কথা বলতে এই বাড়ির চাকর। কি করব বলেন।বি এ পাস করে চাকুরি না পেয়ে চাকর গিরি করি।
কিন্তু রুহুল সাহেব মানে আমার স্যার খুব ভাল লোক । আমাকে অনেক ভালবাসে।আমি যে চাকর তা কখনো বুঝতেই দেন নি আমায়।
ভাই এখন যাই এয়ারপোর্ট এসে গেছি।
আসার সময় স্যার একটা ছবি দিয়ে দিছে।
গাড়ি থেকে নেমে সেই ছবি টা নিয়ে দারিয়ে রইলাম গেটের দিকে।
সবাইকে দেখতে পেলাম। কিন্তু রিদি মেডাম তো বের হচ্ছে না। আর কতক্ষন এভাবে দারিয়ে থাকবো।
ওই তো ছবির মত দেখতে কেও একজন আসছে।
তাই আমি তার দৃস্টি আকর্ষণ করার জন্যে ছবিটা আরেকটু উচু করে ধরলাম।
ছবির মত মেয়েটা আমার হাতের ছবিটা দেখে আমার দিকে আসছে। তার মানে এটাই স্যার মেয়ে। মানে রিদি ম্যাম।
*" এক্সিউস মি। এটা আমি(রিদি ম্যাম)
*"জি ম্যাম আপনাকে দেখেই বুঝতে পারছি। (আমি)
*" আপনি কে?
*" জি ম্যাম। আমি সানি। আপনাদের বাড়ির চাকর।
*" চাকর তো গাড়ি নিয়ে কে এসেছে?
*"ম্যাম।আমি গাড়িও চালাতে পারি।
*" ওকে। তাই বলুন। নিন লাগেজ গুলা গাড়িতে উঠান।
*" ম্যাম লাগেজ কি?
*" কি? আপনি লাগেজ চিনেন না?
*"না ম্যাম। কখনো তো শুনি নাই তাই।
*" আরে মুর্খ লাগেজ মানে হল আমার সাথে যে ব্যাগ গুলা আছে সেগুলাকেই বলে।
*" অহহ ম্যাম তাই বলুন।আসলে লেখা পড়া কিছু করি নাই তো তাই।
*" ওকে। এতো কথা না বলে তারাতারি উঠান।
*" জি। ম্যাম।
আমি ম্যাম এর সকল সকল লাগেজ তুলে গাড়ি ছেরে দিলাম।
আমাদের বাসায় আসতে সময় লাগল ৩০মিনিটের মত।
এরপর ম্যাম গাড়ি থেকে নেমে আমাকে বলল...
*"লাগেজ গুলা ভিতরে নিয়ে আসেন।
বলেই ম্যাম চলে গেলেন।
আমি গাড়ি থেকে নেমে লাগেজ নিয়ে ভিতরে ঢুকলাম।
মেয়েকে পেয়ে স্যার আজ অনেক খুশি। খুশি কেনই বা হবেন না।পাচ বছর পর দেশে ফিরলেন।
*"কি রে মা? তুই কি আবার বিদেশ চলে যাবি নাকি লেখা পড়া শেষ? (স্যার)
*"না বাবা। আমি আর বিদেশ যাবো না। একেবারে লেখা পড়া শেষ করে চলে এসেছি।(ম্যাম)
*"আচ্ছা মা উপরে চল। আগে ফ্রেশ হয়ে কিছু খেয়ে রেস্ট কর। পরে কথা বলবো।
*"আচ্ছা বাবা।
বলেই রিদি ম্যাম উপরে চলে গেলেন।
আমি লাজেগ গুলা ভিতরে রেখে দিলাম। রেখে দিয়ে বাইরে আসতেছি এমন সময় স্যার পিছন থেকে ডাক দিলেন....
*" সানি?
*"জি স্যার। (পিছন ফিরে)
*"চল একটু বাজারে যেতে হবে।
*" বাজারে কেন স্যার?
*" অনেক দিন পর রিদি বাসায় এলো।তাই ভাল কিছু বাজার করতে হবে।
*"জি স্যার তাহলে চলেন।
এরপর আমি আর স্যার বাজারে চলে আসলাম ম্যামের পছন্দের কিছু খাবার কিনতে। অনেক বাজার করলাম। তাই ফিরতে ফিরতে রাত হয়ে গেল।
বাসায় ফিরে দেখি রিদি ম্যাম বসে বসে টিভি দেখছেন।
স্যার কে দেখে বললেন...
*" বাবা কোথায় গিয়েছিলে।?
*"আরে মা তোর পছন্দের খাবার কিনতে বাজারে গিয়েছিলাম।
*"বাজার করতে আবার তোমার যাওয়া লাগে।?ওই চাকরটাকে পাঠালেই তো পারতে।(ম্যাম আমার দিকে তাকিয়ে বললেন)
যখন ম্যাম আমায় চাকর বললেন আমার খুব খারাপ লাগল।
একটু পর ম্যাম উপরে চলে গেলেন।
তখন স্যার বললেন.......
*"সরি সানি। আসলে বিদেশে ছিল তো তাই এমব করছে। তুই কিছু মনে করিস না।
*" না স্যার। আপনি যে কি....................
,
.
.
#চাকর_মালিক(ইংলিশ ম্যাম)
পর্ব::২
*"আসলে বিদেশ থেকে এসেছে তো তাই......(স্যার)
*" না স্যার আপনি যে কি না বলেন?(আমি)
বলেই আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম।
অবশ্য কিছু মনে করারও নাই। চাকরকে তো চাকরই বলবে ।তাই না?
ঘর থেকে বেরিয়ে আমি বাগানে গাছে পানি দিচ্ছি উপর থেকে স্যারের ডাক......
*"সানি বাবা একটু উপরে আয় তো?
*" জি স্যার আসছি।
বাগানে পানি দেওয়া বাদ দিয়ে উপরে আসলাম।
*"জি স্যার বলেন?
*" বল তো বাবা আমার মেয়ের জন্যে কি নতুন একটা গাড়ি কিনবো নাকি যেটা আছে সেটাই হবে?
*" স্যার ম্যামের জন্যে জন্য তো গাড়ি আছেই। আবার নতুন গাড়ি কিনবেন?
সাথে সাথে আমার পিছন থেকে ম্যাম বলল.........
*" বাবা আমার জন্য গাড়ি কিনবে। এতে একটা চাকরের অনুমতি নিতে হবে?
*" না মানে মা............
*" থাক আমার গাড়ি লাগবে না।
বলেই রিদি ম্যাম চলে গেল।
আমিও কিছু না বলে চলে আসলাম নিচে আমার থাকার ঘরে। একটু পর স্যার এসে আমাকে বলল.......
*"সানি শোন পর্শু রাতে একটা পার্টি হবে। তুই আয়োজন কর।
*" স্যার হঠাত পার্টি কেন স্যার?
*" আরে পাগল রিদি ফিরে আসার জন্য পার্টি দিব রে।
বলেই স্যার চলে গেলেন।
পরদিন সকাল বেলা আমি সব কিছু আয়োজন করার জন্য বেরিয়ে পরলাম।
সব কিছু অর্ডার দিয়ে ফিরতে ফিরতে বিকাল হয়ে গেল।
আমি এসে ফ্রেস হয়ে সুয়ে আছি স্যার এসে বলল.....
*" কি রে সব আয়োজন করা শেষ?
*"জি স্যার। একটু পর লোকজন এসে ডেকারেশনের কাজ শুরু করে দিবে।
বলেই আমি আমার ঘরে চলে আসলাম।
সন্ধ্যার সময় ডেকারেশনের লোকেরা এসে সব কাজ করে গেলো।
পরদিন সকাল বেলা সুয়ে আছি। এমন সময় রিদি ম্যাম বাইরে থেকে ডাক দিলেন.....
*" সানি আছেন?
আমি ম্যামএর ডাক শুনে তারাতারি বেরিয়ে আসলাম....
*" জি ম্যাম। কিছু করতে হবে?
*" জি না। কিছু করতে হবে না।এই ডেকারেশনের কাজ আপনি করেছেন?
*" জি ম্যাম।
*" আপনাকে কে বলেছে এভাবে সাজাতে?সাজানোর আগে আমাকে জানাতে পারলেন না?
*" সরি ম্যাম।
*"ঠিক আছে। শুনুন আমার অনেক বন্ধু আসবে। দেখবেন তাদের যেন কোন অসুবিধা না হয়।
*" ঠিক আছে ম্যাম।
ম্যাম আমাকে আদেশ দিয়ে চলে গেলেন।
আমি আমার দৈনন্দিন কাজে লেগে পরলাম।
সন্ধ্যার দিকে লোক জন আসা শুরু করল।
আজ আমার দায়িত্ব হল কারও অশুবিধা হয় কি না তা দেখা।
আমি চারিদিকে খেয়াল রাখছি আর বসে বসে সবার আনন্দ দেখছি।
*"সানি (ম্যাম পিছন থেকে ডেকে)
*"জি ম্যাম।
*"আপনি এখানে কতদিন থেকে কাজ করেন?
*" জি ম্যাম চার বছর।
*" আপনি কি লেখা পড়া করেছেন?
*" ম্যাম। হাসালেন। আমি গরিব মানুষ। খেতেই পারতাম না। আবার লেখা পড়া।
*" অহহ।চার বছর আগে কোথায় কাজ করতেন?
*" এই তো আরও কয়েকটা বাড়িতে কাজ করেছি।
*"অহহ আচ্ছা।
হঠাত করে দেখি স্যার আমার দিকে চেয়ে আছেন। আমি স্যার কে চোখের ইশারা দিয়ে বুঝিয়ে দিলাম।
স্যার আমায় অনেক ভালবাসেন। তাই হয়তো তারাতারি বুঝে গেলেন আমি কি বলতে চাইছি।
এদিকে ম্যাম চলে গেলেন।
পার্টি শেষ হতে হতে অনেক রাত হয়ে গেল। আমি সব ঠিক ঠাক করে রুমে এসে ঘুমিয়ে পরলাম।
অনেক রাতে ঘুমিয়েছি। তাই ঘুম থে উঠতে অনেক দেরি হয়ে গেল।
ঘুম থেকে জেগে উঠে দেখি ম্যাম আমার সামনে এসে দারিয়ে আছে। আমি ম্যাম কে দেখে চমকে উঠলাম।
আমার অবস্থা দেখে ম্যাম হেসে কুটিকুটি হয়ে যাচ্ছেন।
*"ম্যা......ম্যা.....ম্যাম।
*" কি এতো ম্যা.....ম্যা....ম্যাম করছেন?
*" না মানে আপনি? এখানে?
*" কেন আসতে পারি না নাকি?
*" জি ম্যা...........
.
.
.
#চাকর_মালিক(ইংলিশ ম্যাম)
পর্ব::৩য়
=======================
*"না মানে ম্যাম আপনি? এখানে?(আমি)
*" কেন? আসতে পারিনা নাকি?(ম্যাম)
*" ছিছি ম্যাম। আপনি এইসব কি বলছেন?এটা তো আপনারই বাড়ি।
*" হুম যেটার জন্যে এসেছি। থ্যাংক্স পার্টিটা ভালভাবে শেষ করার জন্য।
*" জি ম্যাম।আমার কাজই তো আপনাদের সেবা করা।
*" হুম। শুনুন আমি একটু পর বাইরে যাব। আমার জুতাটা কালি করে দিবেন।প্লিজ।
*"ওকে ম্যাম। আপনি জুতাটা দেখিয়ে দিন। আমি কালি করে দিচ্ছি।
*" ওকে। তাহলে আপনি আসুন। আমি জুতাটা আনছি।
বলেই ম্যাম চলে গেলেন।
হাইরে কপাল।
প্রথমে মনে হল কি আর এখন কি হল।
যাই হোক চাকর তো চাকরই। তার আবার কাজের ধরন।
যাই এখন। ম্যাম আবার রাগারাগি শুরু করবেন।
তাই তারাতারি উঠে ম্যামের রুমে চলে এলাম। ম্যাম আমাকে দেখে বললেন....
*"এই নেন। (জুতা গুলা দিয়ে)
আমি জুতা গুলা নিয়ে আমার রুমে এসে কালি করে আবার ম্যামের রুমে দিতে আসলাম।
*" ম্যাম এই আপনার জুতা।
*"বাহ। তুমি তো অনেক কাজের ছেলে।
*" থ্যাংক্স ম্যাম।
*" কি বললেন?(অবাক হয়ে)
*"বললাম থ্যাংক্স। মানে ধন্যবাদ।
*" হুম্ম আমিও সেটা। কিন্তু আপনি বলেছিলেন লেখা পড়া কিছুই করেন নি।
*"আসলে ম্যাম স্যারের কাছে শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে।
*" ওকে আপনি এখন যান।
আমি ম্যামের রুম থেকে এসে পরলাম।
আমার সব থেকে প্রিয় শখ অবসর সময় বই পড়া তাই রুমে এসে বই পরতেছি।
এমন সময় স্যার এসে বলল.....
*" সানি। তুই জানিস আমি তোকে কতটা ভালবাশি। তুই একটা বিএ পাস করা ছেলে। কিন্তু রিদির সামনে এমন মুর্খ সাজিস কেন?
*" স্যার আমি শিক্ষিত হলেও গরিব। তাই আমি চাই না আমার শিক্ষাটা সব জায়গায় প্রকাশ পাক। তাই।
*" বাবারে তোরে বললাম অফিসে ম্যানেজার পদে যোগ দিতে। তাও দিলি না । বললি তোর বড় চাকরি ভাললাগে না। কিন্তু এখন আমার মেয়েটার সামনে মুর্খ সেজে থাকার মানে কি?
*" স্যার আমি দেখতে চাই আপনার মেয়ে আপনার মতো ভাল কি না?
*"বাবা আমার মেয়েটার জন্য যদি তোর মত একটা ভাল ছেলে পেতাম তাহলে মেয়েটাকে নিয়ে আর চিন্তা করতাম না।
বলেই স্যার চলে গেলেন। আমি আবার বই পরতে লাগলাম।
পরদিন সকালবেলা স্যার এসে বলল.......
*"সানি আজ রিদির সাথে অফিসে যা তো।
*" কেন স্যার?কোন সমস্যা?
*" তুই সবসময় সমস্যা নিয়ে ভাবিস কেন?রিদির সাথে যেতে বলছি যা।
*" অকে স্যার।
আমার আর কি করা যেতেই হবে। তাই গাড়ি নিয়ে বের হয়ে রিদি ম্যামকে ডেকে নিয়ে চললাম অফিসের দিকে।
ভাবছেন ম্যাম কিছু বলল না কেন।
হয়তো ম্যাম ভেবেছেন যে আমি উনাকে অফিসে নামিয়ে আসিতে যাচ্ছি। আর নয়তো ম্যামের অফিসে আজ প্রথম দিন। তাই আমি যাচ্ছি।
অফিসে এসে ম্যামের পিছু পিছু আমিও ঢুকলাম অফিসে।
সবাই আমাকে সালাম দিচ্ছে। ম্যাম অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। এরপর ম্যাম উনার কেবিনে চলে গেল। আমি বাইরেই দারিয়ে রইলাম।
একটু পর ম্যাম আমায় ডেকে নিয়ে জিজ্ঞেস করলেন.......
*" সবাই আমাকে সালাম দেয়া বাদ দিয়ে আপনাকে সালাম দিল কেন?
*" ম্যাম আসলে স্যারের সাথে অনেকবার এসেছি এর আগে তাই হয়তো.......
*" শাট আপ। যান সবাই কে মিটিং এ বসার জন্য বলুন। আমি আসছি।
*" ওকে ম্যা...........
.
.
.
#চাকর_মালিক(ইংলিশ ম্যাম)
পর্বঃ৪র্থ
=====================
*" শাট আপ। যান সবাইকে বলুন মিটিংয়ের জন্য বসতে আমি আসছি। (ম্যাম)
*"অকে ম্যাম।
বলেই আমি রুম থেকে বেরিয়ে গেলাম। সবাইকে বললাম মিটিংয়ের জন্য বসতে।
আমার কথা মতো সবাই মিটিং রুমে গিয়ে বসল। আমি ম্যাম কে গিয়ে বললাম....
*" ম্যাম সবাই মিটিং রুমে আপনার জন্যে বসে আছে।
*'হুম।চলুন।
বলে ম্যাম বেরিয়ে গেলেন। আমিও ম্যামের পিছু পিছু গিয়ে রুমে ঢুকলাম।
সবাই ম্যামকে দারিয়ে সালাম দিল।
*" হুম্ম। আপনারা সবাই বসুন।
সবাই বসার পর ম্যাম আবার বলতে শুরু করলেন।
*"আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কে?
*'জি ম্যাম। (সকলেই)
আমি শুধু ম্যামের পিছনে দারিয়ে ম্যামের কথা শুনছি।
*" সানি শুনুন(আমাকে উদ্দেশ্য করে)
*" জি ম্যাম। যান আমাদের সবার জন্য ঠান্ডা নিয়ে আসুন।
ম্যামের কথা শুনে তো সবাই অবাক। অবশ্য অবাক হওয়ারই কথা।এর আগে এসে স্যারের সাথে যতবার এসেছি স্যার আমায় কখনো এমন করে কোন কাজের আদেশ করেন নি। কিন্তু ম্যাম আজ প্রথম দিনেই মনে করিয়ে দিলেন আমি চাকর। যাই হোক আমি ঠান্ডা আনতে চলে গেলাম।
কিছুক্ষণ পর ফিরে আসলাম সবার জন্য ঠান্ডা আর কিছু খাবার নিয়ে।.........
মিটিং শেষ হতে হতে বিকেল হয়ে গেল। ম্যাম মিটিং শেষে বললেন....
*" যান গাড়ি বের করেন।
*" ওকে ম্যাম।
বলেই আমি চলে আসলাম। এসে
আমি গাড়ি বের করে ম্যামের জন্যে দাড়িয়ে আছি। একটু পর ম্যাম আসলেন। আমি গাড়ির দরজা খুলে দিলাম।
ম্যাম গাড়িতে উঠে বললেন.....
*" চলুন।
এরপর আমরা বাড়ি এসে পরলাম।
বাসায় আসার পর ম্যাম চলে গেলেন উনার রুমে। আর আমি চলে আসলাম আমার ঘরে। কিছুক্ষন পর স্যার এসে বললেন....
*" কি রে সানি। রিদি মামনি কি কিছু উল্টাপাল্টা করছে?
*" না স্যার। রিদি ম্যাম খুব সহজেই মানিয়ে নিতে পারে সবার সাথে।
*" অহ আচ্চা। আমার মেয়েকে আমি অনেক ভাল করে চিনি।
*"জি স্যার। আপনার মেয়ে আপনিই তো চিনবেন।
*" আচ্ছা তুই শুয়ে থাক। আমি আসছি।
বলেই স্যার চলে গেলেন।
আমি আবার শুয়ে শুয়ে বই পরতে লাগলাম।
অনেক্ষন বই পড়ে বাইরে এসে দেখি প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তাই একটু ছাদে উঠলাম। ছাদে উঠে দেখি ম্যাম ছাদের এক কোনে দারিয়ে আছে। খোলা চুলে ম্যাম কে খুব সুন্দর লাগছে।
হয়তো ম্যাম আমায় খেয়াল করে নি। তাই ম্যাম কে বিরক্ত না করে চলে আসতে লাগলাম।
*" কি ব্যাপার। চলে যাচ্ছে কেন?(হঠাত করে পিছন থেকে ম্যাম বলে উঠলেন)
*" না......মা.....নে....
*" হইছে হইছে। আর তুতলাতে হবে না। আসতে পারেন।
*" না থাক ম্যাম। আমি নিচে যাই।
*" আরে আমায় এতো ভয় পাওয়ার দরকার নাই। এদিক এসে দারান।
আমি আর কোন উপায় না দেখে ম্যামের পাশে এসে দারালাম।দারিয়ে থাকতে থাকতে কখন যে আযান দিয়ে দিছে খেয়ালই করি নাই। ম্যাম হঠাৎ বললেন......
*" সানি নিচে যাবেন না?
*" জি ম্যাম।আপনি যা............
.
.
.
#চাকর_মালিক(ইংলিশ ম্যাম)
পর্বঃ৫ম
=============================
*"সানি নিচে যাবেন না?(ম্যাম)
*"জ্বী ম্যাম। আপনি যান আমি আসতেছি। (আমি)
*" ওকে তারাতাড়ি এসে পরেন।
বলেই ম্যাম চলে গেলেন।আমি দাড়িয়েই রইলাম। আসলে ভাবতেছি ম্যাম উপরে এক রকম আর মনের দিক থেকে আরেক রকম। ম্যাম কে ম্যামের মতো করেই বুঝতে হবে।।
নাহ থাক আজ আর বুঝতে হবে না। তাই নিচে চলে আসি। আমার ঘরে এসে ইংরেজি একটা বই পড়ছি। হঠাৎ করেই আবার ম্যামের আবির্ভাব। আমি তারাতারি করে বইটা লুকাতে চেস্টা করলা।। কিন্তু শেষ রক্ষা আর হল না।
*" আপনি ওটা কি লুকাচ্ছেন। দেখি(ম্যাম)
*" কিছু না ম্যাম।
*" দেখান বলছি।
আমি আর বেশি বাড়াবাড়ি না করে বইটা বের করে ম্যামের হাতে দিলাম।
ম্যাম তো অবাক।
*"আপনি তো বলেছিলেন লেখা পড়া যানেন না। তাহলে ইংলিশ বই কিভাবে পরছেন?
*" আসলে ম্যাম আমি শিখতে চেস্টা করতেছি।
*" শিখতে চেস্টা করতেছে। ওকে। সেটা মেনে নিলাম। কিন্তু সবাই প্রথমে বর্নমালা শিখে আর আপনি সরাসরি পরতে শিখছেন?
হয়েছে এবার ধরা খেয়েই গেলাম।
*" জি ম্যাম। স্যারের কাছে মাঝে মাঝে পড়তে যেতাম। সেখানেই বর্ণ্মালা শিখেছি। তাই এখন রিডিং পড়া শিখছি।
*" ওঅহহ।তাই বলুন। আমি ভাবলাম..........। যাই হোক আপনি কালকেও আমার সাথে অফিস যাবেন।
*"ওকে ম্যাম।
বলে ম্যাম চলে গেলেন। কিন্তু ওনার মুখ দেখে মনে হল আমার কথা ওনি বিশ্বাস করেন নি।
যাই হোক পরদিন সকাল বেলা আমি খাওয়া দাওয়া করে ম্যামের সাথে অফিসে যাচ্ছি তখন ম্যাম বললেন.......
*" আজ আপনি এতো চুপচাপ কেন?
*" না ম্যাম এমনি। ভালো লাগছে না কিছু।
আমাকে অবাক করে দিয়ে ম্যাম আমার কপালে হাত দিয়ে বললেন...
*" কই আপনার জ্বর আসে নি। তাহলে ভাল লাগছে না কেন?
আমি কি বলব বুঝতে পারছি না।
*" ম্যাম অফিসে এসে পরেছি।
*" ও হ্যা। চলুন।
আমি নেমে ম্যামের পিছু পিছু অফিসে ঢুকলাম। ম্যাম তার কেবিনে চলে গেলেন। আর আমি বাইরে অন্যান্য কর্মচারীদের সাথে আলাপ করতে লাগলাম। কিছুক্ষন পর ম্যাম আমায় ডেকে বললেন....
*"কিছু বিদেশি ক্লায়েন্ট আসছে। সবাইকে মিটিং রুমে আসতে বলেন।
*" ওকে ম্যাম।
কিছুক্ষন পর
*" ম্যাম সবাই মিটিং রুমে গিয়ে বসে আছে।
*"আচ্ছা চলুন।
আমিও ম্যামের সাথে মিটিং রুমে যাই। আসলেই তো বিদেশ থেকে লোক আসছে।।
*" সানি আপনি আজ এই মিটিংটা পরিচালনা করুন।
*" ম্যাম৷ আমি কিভাবে মিটিং.........
*" যা বলছি চুপচাপ করুন।
আমি তো ম্যামের কথায় ঘেমে শেষ। এখন কিভাবে ম্যানেজ করব। কাল রাতে বেচে গিয়েছিলাম কিন্তু এখন?
এর মধ্যে একজন কর্মী বলে উঠলেন.......
*" এর আগেও তো আপনি অনেক মিটিং পরিচালনা করেছেন।
*" আগে মিটিং পরিচালনা করেছেন মানে?(ম্যাম)
*" জি ম্যাম৷ স্যার মানে আপনার বাবা যখন অফিসে না আসতেন তখন মিঃসানি অফিস চালাতেন। তিনি খুব দক্ষতার সাথে অফিস চালান ম্যাম।
*" মিঃসানি এসব আমি কি শুনছি?
এখন আর লুকিয়ে লাভ নাই। যা সত্য তাই বলতেই হবে।
*" জ্বি ম্যা।ওরা যা বছে সত্ত্য বলছে। আসলে আমি......
*" চুপ করুন। আর হ্যা এখন সরাসরি বাড়ি চলে যান। বিকালে আমি আপনার সাথে বোঝাপড়া করব।
এমন সময় অফিসের আরেক কর্মী রিনি বললেন.....
*" সানি স্যার আপনি যদি আমার ফাইল্টা একটু চেক করে দিতেন?
*" ওকে আমি দেখছি।
বলেই ফাইলট নিয়ে দেখতে লাগলাম আর যেখানে ভুল হয়েছে সেগুলা ঠিক করে দিতে লাগলাম। ম্যামের দিকে চেয়ে দেখি ম্যাম আমার আর রিনির দিকে ভুতের মত করে তাকিয়ে আছে। আমি ফাইলটা হাতে নিয়েই সেখান থেকে বেরিয়ে এলাম।
বেরিয়ে সোজা বাসায় চলে এলাম।
বিকেল বেলা আমি সুয়ে সুয়ে বই পড়ছি। তখন ম্যাম এসে বললেন........
*" আপনি আমাকে এতদিন মিত্থ্যা বলেছেন কেন?
*" ম্যাম আমি দেখতে চেয়েছি আপনি আপনার ছেয়ে গরিবদের কিভাবে মূল্যায়ন করেন তাই।
*" তো কি দেখলেন?
*" আপনি অনেক ভাল। কিন্তু একটু কড়া মেজা।
ম্যাম আমার কথা শুনে হেসে দিলেন। ম্যামের হাসিটা অনেক সুন্দর। ম্যাম উঠে চলে গেলেন। যাওয়ার সময় একটা কথা বলে গেলেন যেটা আমার কানও বিশ্বাস করতে পারছে না।
,
,
,
#চাকর_মালিক(ইংলিশ ম্যাম)
পর্বঃ৬স্ট
================================
*" আপনি অনেক ভাল কিন্তু মেজাজটা একটু চড়া। (আমি)
ম্যাম আমার কথায় হেসে ফেললেন। ম্যামের হাসিটা অনেক সুন্দর।
ম্যাম হাসতে হাসতে চলে গেলেন। যাওয়ার সময় ম্যাম বাইরে থেকে চেচিয়ে বললেন.......
*" রিনির সাথে যেন আপনাকে আর হেসে হেসে কথা বলতে না দেখি।
ম্যামের কথা শুনে তো আমারই বিশ্বাস হচ্ছে না।
রিনির সাথে আমি কথা বললে ম্যামের কি?
যাই হোক আমি তারাতারি ঘুমিয়ে পারলাম।
পরদিন সকালে তারাতাড়ি আমার ঘুম ভাংলো।
তাই ছাদে গিয়ে দারিয়ে সকালটা উপভোগ করতে লাগলাম।আসলে সকালটা অনেক সুন্দর। আমি ছাদের এক কোনে দারিয়ে আছি।
হঠাৎ করে কারও হাতের স্পর্শ পেয়ে ঘুরলা।। ঘুরে দেখি ম্যাম।
*" আপনি এতো সকালে?(ম্যাম)
*" জি ম্যাম। আজ তারাতাড়ি ঘুম ভেঙে গেল তাই।
*" অহ আচ্ছা। কফি খাবেন?
আমি ম্যামের কথায় হা করে চেয়ে আছি।।
ম্যাম কি না কফি বানাবেন?
হুহ! আর হইছে।
*"তা খাওয়া যেতেই পারে।। কিন্তু বানাবে কে?
*" কেন? আমাকে দেখে কি মনে হয় বানাতে পারি না?
*" না ম্যাম। তা না। আপনি তো কখনও নিজ হাতে খাবারটাও নিয়ে খান নি। তাহলে কফি বানাবেন কিভাবে?
*" দারান বানিয়ে আনি তখনই বুঝতে পারবেন।
বলে ম্যাম চলে গেলেন।
আর আমি? কি আর বলবো।দেখি কেমন কফি বানায়।
কিছুক্ষণ পর ম্যাম কফি নিয়ে আসলেন।
*" নেন কফি খান।
*" থ্যাংকস।
কফিটা নিয়ে মুখে দিলাম।
ওমা এটা কি কফি নাকি শরবত?
*"কি কেমন হইছে?
*" জি ম্যাম। অনেক টেস্ট। আপনি একটু দারান আমি নিচ থেকে আসছি।
বলেই তারাতাড়ি নিচে নেমে আসলাম। নিচে নেমে কফিটা ফেলে দিয়ে আবার উপরে আসলাম। আসার পর ম্যাম বললেন....
*" কফিটা ফেলে দিলেন কেন?
তারমানে ম্যাম উপর থেকে সব দেখেছেন।
*" না এমনি। আসলে কফিতে একটা পোকা ছিল। তাই।
*" অহহ তাই না।দারান দেখাচ্ছি মজা।
বলেই ম্যাম আমায় তারা করলেন। কিন্তু আমি কি আর সেখানে থাকতে পারি। আমিও দিলাম একটা দৌড়।
এক দৌড়ে আমার রুমে চলে এলাম। কিন্তু ম্যাম আসলেন না। কিছুক্ষন পর স্যার এসে বললেন....
*" সানি একটু আমার সাথে আয় তো বাবা।
*" জি স্যার বলেন।
*" কি আর বলব বাবা।আমার মেয়েটা মনে হয় পাগল হয়ে গেছে। একা একা কথা বলতেছে আর হাসতেছে।
*" চলেন তো স্যার দেখি।
স্যার আর আমি ম্যামের রুমে গেলাম। গিয়ে দেখি রিদি ম্যাম সত্যি সত্যি একা একা হাসছে।
*" আসতে পারি ম্যাম?
*" আরে মিঃসানি আসুন আসুন।
*" ম্যাম আপনি কার সাথে কথা বলছেন?
*" বলতেছি। বাবা তুমি বাইরে যাও তো। (স্যার কে উদ্দেশ্য করে)
*" আচ্ছা মা যাচ্ছি।
বলে স্যার বাইরে চলে গেলেন।
*" ওকে ম্যাম এখন বলেন।
*" আজ আমি অফিসে কোন শাড়ি পরে যাবো?
আমি ভাবতে লাগলাম আসলেই কি ম্যামের মাথা ঠিক আছে?
*" কি হল চুপ করে আছেন কেন। বলেন?
(অনেক গুলো শাড়ি হাতে নিয়ে)
*" ম্যাম আপনি ওই নীল শাড়িটা পরেন।
*" ওকে ঠিক আছে।। আপনি গিয়ে রেডি হোন আমি আসছি।
*" আমি আবার কই যাব?
*" আপনাকে কিছু করতে হবে না। যা করার আমি করব।
আমি আর কথা না বাড়িয়ে আমার রুমে এসে রেডি হলাম।
,
,
,
#চাকর_মালিক(ইংলিশ ম্যাম)
পর্বঃঃ৭ম
===========================
*"আপনাকে কিছু করতে হবে না। যা করার আমিই করবো।আপনি গিয়ে রেডি হোন(ম্যাম)
আমি আর কথা না বাড়িয়ে আমার রুমে চলে আসলাম।
রুমে এসে আমার ফর্মাল ড্রেস সাদা শার্ট আর কালো প্যান্ট পরে বের হলাম।
সামনে চেয়ে দেখি,,,
ও মা গো নীল শাড়িতে এটা কে গো?
ম্যাম নাকি পরি?
মনে হচ্ছে আকাশ থেকে নেমে আসা কোন পরি। আমি তো পুরো ফিদা।
মানুষ তো এতো সুন্দর না।
*"কি হল? এমন বিড়ালের মত চেয়ে আছেন কেন?
*"না ম্যাম। এমনি। আপনাকে তো কখনও শাড়িতে দেখি নাই। তাই।
*" আসলে কি তাই। নাকি আমায় নীল শাড়িতে দেখে ক্রাস খেলেন?
ম্যাম তো দেখছি আসলেই খুব চালাক। আমার চাহুনি দেখেই ধরে ফেলেছেন।
*" না.....না.....না....ম্যাম ক্রাস খাব কেন?
*" আচ্ছা ঠিক আছে। না খেলে নাই। আপনি এটা কি শার্ট পরেছেন?
*" কেন ম্যাম? অফিসের ড্রেস।
*" আপনার কি আর কোন শার্ট নাই?
*" হ্যা ম্যাম আছে। কিন্তু সব গুলোর মাঝে এটাই ভাল। তাই........
*" আচ্ছা চলেন।
আমি আর ম্যাম গাড়িতে উঠে চললাম অফিসের উদ্দ্যেশ্যে । আমি গাড়ি চালাচ্ছি আর আড় চোখে ম্যাম কে দেখছি।
অফিস পৌছানোর পর ম্যাম উনার কেবিনে চলে গেলেন। আর আমি ক্যান্টিনে।
ক্যান্টিনে বসে বসে পত্রিকা পড়ছি। হঠাত ম্যাম এসে বললেন.....
*"এই যে মিঃসানি আমার কেবিনে আসুন?
*" জি ম্যাম আসছি।
বলেই ম্যামের পিছু পিছু উনার কেবিনে আসলাম।
*" এখানে কয়েকটা ফাইল আছে। দেখুন তো এগুলা ঠিক আছে কি না?
*" ম্যাম আমি......
*" জি। আপনি।
*" ওকে ম্যাম।
ফাইল গুলো নিয়ে আমি বাইরে আসতে লাগলাম।
*" কোথায় যাচ্ছেন?
*" ম্যাম ক্যান্টিনে।
*" ক্যান্টিনে ফাইল নিয়ে কি করবেন?
*" তাহলে কোথায় বসে দেখব?
*" কোথায় বসে দেখবেন মানে?এখানে বসেই দেখেন।
ম্যামের কথায় সেখানেই ফাইল গুলো দেখে ম্যাম কে দিলাম।
*" ম্যাম সবগুলো ঠিক আছে।।
*" ধন্যবাদ। আর বিকেল বেলা আপনাকে নিয়ে একটু মার্কেটে যাব। তৈরী থাইকেন।
*" ওকে ম্যাম।
বলে আমি বেরিয়ে অন্য স্টাফ দের সাথে আড্ডা দিতে লাগলাম।
বিকেল বেলা আমি গাড়ির কাছে দাঁড়িয়ে আছি। ম্যাম বেরিয়ে এসে বললেন......
*"আপনার তো এখন আর কোন কাজ নেই?
*" না ম্যাম।
*" ওকে তাহলে ন
নিউমার্কেট চলুন।
*" ওকে ম্যাম।
নিউমার্কেট এসে ম্যাম একটা শার্টের দোকানে ঢুকলেন। আমি ম্যামের পিছু পিছু ঢুকলাম । ম্যাম মাঝে মাঝে শার্ট পরেন। তাই হয়তো শার্ট নিতে এসেছেন।
ম্যাম একটা নীল শার্ট আর একটা কালো ধার্টশার্ট নিয়ে আমায় ডাক দিলেন।
*" জি ম্যাম৷
*" চেঞ্জিং রুমে গিয়ে নীল শার্টটা পরে আসুন।
*" ম্যাম আমি শার্ট পড়ব। কার শার্ট?
*" আমার এক বন্ধুর। আপনার মাপ আর তার মাপ সমান। এখন যান।
আমি চেঞ্জিং রুমে গিয়ে চেঞ্জ করে এসে ম্যামকে দেখালাম৷
*" বাহ। আপনাকে তো পুরাই হিরো লাগছে।
বলেই ম্যাম হেসে দিলেন।
কেন যে ম্যাম আমার সামনে হাসে। বাকা দাতের হাসিতে প্রত্যেকবার আমার কলিজায় আঘাত করে।
*" কি হল? কি ভাবছেন।
*" কিছু না ম্যাম। ম্যাম একটা কথা বলি?
*" হুম। বলুন।
*" আপিনার হাসিটা অনেক সুন্দর।
আমার কথা শুনে ম্যাম লজ্জা পেয়ে চুপ হয়ে গেলেন।
আমরা আরও কয়েকটা শার্ট কিনে গাড়িতে এসে বললাম। আমি গাড়ি চালাচ্ছি। ম্যাম পিছনে বসে আছেন। আসার সময় আমার সাথেই বসেছিলেন।
*" এতো দিনে আপনি আমার হাসিটা খেয়াল করেছেন।
ম্যামের কথায় আমি পিছনে ফিরে তাকালাম। তাকিয়ে দেখি ম্যাম মুচকি মুচকি হাসছেন।
আবার সেই হাসি। মনে হচ্ছে ম্যামের মুখে কস্টিপ লাগাতে হবে যেন এতো সুন্দর করে হাসতে না পারে।কি করব বলেন?
সুন্দরেও একটা লিমিট আছে। কিন্তু ম্যামের হাসির সৌন্দর্যের লিমিট নাই।
না থাক আর হাসি দেখি না। পরে আবার এক্সিডেন্ট করে বিছানায় পরে থাকতে হবে।
তাই আমি আর কথা না বলে গাড়ি চালাতে লাগলাম।
বাসায় পৌছার পর ম্যাম গাড়ি থেকে নেমে বললেন.....
*"আপনি ফ্রেশ হয়ে ছাদে আসেন।
*" ম্যাম এখন ছাদে কেন?
*" আপনি এখনি শুয়ে পরবেন নাকি?
*" তাহলে ছাদে আসেন।একসাথে কফি খাব।
*" অকে ম্যাম।
ম্যাম উনার রুমে চলে গেলাএন। আর আমি আমার ঘরে।
ফ্রেশ হয়ে শুয়ে আছি।
কিছুক্ষন পর ম্যাম আসলেন।
হাতে দুই কাপ কফি।
*" আপনাকে বললাম না ছাদে আসতে?
*" ম্যাম খুব ক্লা...............
,
,
,
#চাকর_মালিক(ইংলিশ ম্যাম)
পর্বঃঃ৮ম
=========================================
*"ম্যাম খুব ক্লান্ত লাগছে।তাই।(আমি)
*" যানি। ক্লান্ত লাগারই কথা। আপনার ক্লান্ত দূর করার জন্যই তো ছাদে যেতে বলছি।এই নিন, কফি খান। সব ক্লান্তি নিমিষেই দুর হয়ে যাবে।
আমি মনে মনে ভাবছি, কফি বানিয়েছে। নাকি সেদিনের মতো শরবত?
*" কি ভাবছেন?আজকে কফিই বানিয়েছি। শরবত না।
আমি কফি নিয়ে খেতে লাগলাম।
আসলেই আজ শরবত না বানিয়ে কফিই বানিয়েছে।
*" কি কেমন লাগলো?
*" হুম ম্যাম।আজ কফিটা অনেক ভাল হইছে। কমপক্ষে শরবত না।
বলে আমি হাসতে লাগলাম।
হঠাৎ ম্যামের দিকে চেয়ে দেখি ম্যাম কোমরে এক হাত দিয়ে দারিয়ে আছে।
আমি ম্যামের অবস্থা দেখে চুপ হয়ে গেলাম।
*" আমার কফি শরবত । তাই না? দারান দেখাচ্ছি মজা।
বলেই ম্যাম আমায় তারা করলেন।
আমায় আর পায় কে? ম্যাম কে কাটিয়ে দিলাম দৌড়।
ম্যামও আমার পিছু পিছু ছুটলেন।
আমি দৌড়াতে দৌড়াতে হঠাত স্যারের সাথে ধাক্কা খেলাম।
ধাক্কা খেয়ে একদম চিত ফটাং।
মানে মাথা সোজা গিয়ে বাড়ি খেল দেয়ালে।এরপর আর কিছু মনে নেই।
যখন জ্ঞ্যান ফিরে দেখি আমি হাস্পাতালে।
আর ম্যাম আমার পাশে বসে কাদচ্ছেন।
আমার নারাচারা দেখে ম্যামের মুখে হাশি ফুটলো।
*" আপনার জ্ঞ্যান ফিরেছে?
*"জি ম্যাম। কিন্তু ম্যাম আমার কি হয়েছিলো?
*" আপনি কাল রাতে আমার তারা খেয়ে পালাতে গিয়ে দেয়ালে আঘাত পেয়ে অজ্ঞ্যান হয়ে গিয়েছিলেন। আমি সরি।
সরি বলেই ম্যাম কান্না করতে লাগলেন।
আমি বুঝতে পারছি না এখন কি করা উচিত?
*" ম্যাম আপনি কাদছেন কেন?
*" সেটা আপনি বুঝবেন না। বুদ্ধু একটা। কেন কাদছি সেটা বুঝার বয়স আপনার হয় নাই।
বলেই ম্যাম চলে গেলেন।
আমি ম্যামের কথা কিছু বুঝতে পারলাম না।
আমি নাকি বুদ্ধু?
হুহ আমার মত চালাক কে আছে বলেন?
ম্যাম আরও বলে গেলেন আমার নাকি বুঝার বয়স হয় নাই।
তার মানে আমি এখনও বাচ্চা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
বিকেল বেলা আমি হাসপাতালে শুয়ে আছি। মাথায় ব্যান্ডেজ করা।
খুব বেথা হচ্ছে।
কিছুক্ষন পর ম্যাম খাবার নিয়ে আসলেন।
*" এই যে মিঃসানি। উঠে খাবার খেয়ে নেন।
ম্যাম আমায় উঠতে সাহায্য করলেন।
আমি উঠে খাওয়া শেষ করে আবার শুয়ে পড়লাম।
*" আপনি এখন রেস্ট নেন। রাতে আমি আবার আসব।
বলে ম্যাম চলে গেলেন।
আমি আবার শুয়ে শুয়ে ফেইসবুক চালাতে লাগলাম।
কি করব বলেন?
একা একা আর কত শুয়ে থাকা যায়।?
রাতের বেলা স্যার আর ম্যাম এলেন।
*"কি রে সানি এখন কেমন লাগছে?(স্যার)
*" জি স্যার। এখন অনেকটা ভাল লাগছে।
*" ডাক্তার বলেছে কাল সকালে আপনি বাড়ি ফিরতে পারবেন। (ম্যাম)
*"আচ্ছা সানি তুই আর রিদি কথা বল। আমি একটু আসছি।
বলেই স্যার বাইরে চলে গেলেন।
আমি আর ম্যাম চুপ।
আমি নিরবতা ভাংলাম।
*"ম্যাম একটা কথা বলি?
*" জি বলুন।
*" আপনি কি কখনো কাওকে ভালবেসেছেন?
*" না। কিন্তু ইদানিং আমার একটা ছেলেকে ভাল লাগে।
*" কে সে?
*" আছে একজন। আর আপনি কাওকে ভালবেসেছেন?
*" জি ম্যাম। একজনকে আমারও ভাল লাগে। কিন্তু সে মনে হয় আমায় ভালবাসে না?
*" কিভাবে বুঝলেন?তাকে বলেছেন নাকি?
*" না ম্যাম। আপনি?
*" আমিও বলিনি। সময় হলে বলে দিব।
ম্যাম অন্য কাওকে ভালবাসে কথাটা শুনে আমার মোনটা খারাপ হয়ে গেল।
ম্যামেরও দেখি একই অবস্থা।
*" কি হল ম্যাম এমন চিনতিতো দেখাচ্ছদেখাচ্ছে কেন আপনাকে?
*" আসলে আমিও যানি না যাকে আমি ভালবাশি সে আমায় ভালবাশে কিনা।
বলে ম্যাম মুখ ভার করে চলে গেলেন। আর আমি লেজ কাটা হনুমানের মত হা করে সুয়ে থাকলাম।
পরদিন সকাল বেলা আমায় হাসপাতাল থেকে ছেরে দিল। আমায় নিতে ম্যাম এসেছেন।
আমি গাড়িতে গিয়ে বসলাম।
ম্যাম গাড়ি চালাচ্ছেন।
আমি পিছন থেকে ম্যাম কে বললাম....
*" ম্যাম আপনি যাকে ভালবাসেন তার নাম কি?
*" আজ বাসায় চলেন। সেখানে গিয়েই যানতে পারবেন।
আমি আর কথা বাড়ালাম না। কিন্তু ম্যাম কে আজ একটু খুশি খুশি লাগছে।
,
,
,
#চাকর_মালিক(ইংলিশ ম্যাম)
পর্বঃঃ৯ম(শেষ)
============================
ম্যামকে আজ খুব খুশি খুশি লাগছে।
আমি আবার বললাম.....
*" ম্যাম আপনার পুরো নাম কি?
*" মানে? আপনি এখনও আমার পুরো নাম যানেন না?
*" না ম্যাম। স্যার শুধু রিদি বলেছিলেন।
*"ওহহহহহহ.......সিদরাতুলমুনতাহা রিদি।
*" ওরে মা!!!এতো বড় নাম?
*"কেন? পছন্দ হয় নি?
*"হুম্ম।আপনার মতো(বিরবির করে)
*" কিছু বললেন?
*" না ম্যাম।
ম্যাম একমনে গাড়ি চালাচ্ছেন।
বাড়ি এসে ম্যাম আমায় গাড়ি হতে ধরে নামালেন।
*" আপনি ঘরে গিয়ে রেস্ট নেন আমি একটু আসছি।
*" ওকে ম্যাম।
ম্যাম উপরে চলে গেলেন আর আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম।
একটুপর রিনি ফোন দিল।
*" হ্যাল সানি(রিনি)
*" হুম্ম। কি খবর?
*" আমার খবর বাদ দেন। কেমন আছেন?
*" তেমন ভাল না। এই মাত্র হাসপাতাল থেকে আসলাম।
*"হাসপাতাল থেকে আসলেন মানে?
*" জি। মাথা ফাটিয়ে হাসপাতালে ভর্তি ছিলাম।
*" হাসপাতালে ভর্তি ছিলেন আর আমায় জানালেন না।
*" আরে আমি কিভাবে জানাবো? আমার তো জ্ঞ্যানই ছিল না।
*" আচ্ছা আমি কাল সকালে আসতেছি।
*" আপনাকে আসতে হবে.........হ্যাল...হ্যালো।
কথা শেষ না হতেই ফোন কেটে গেল।
কাল সকালে বাসায় আসলেই তো ভেজাল শুরু হবে।
সেদিন ম্যাম সাবধান করে দিয়েছেন কথা না বলতে। আর বাড়ি এলে তো........
হঠাৎ ম্যাম এসে বললেন......
*" সানি এখন কেমন লাগছে?
*" অনেক ভাল ম্যাম।
*" আচ্ছা আপনি শুয়ে রেস্ট নেন। আমি আপনার খাবার নিয়ে আসছি।
বলে ম্যাম আবার চলে গেলেন।
আমি আবার রিনিকে ফোন দিলাম।
*" হ্যা সানি বলেন(রিনি)
*" কাল সকালে আপনাকে আসতে হবে না।আমিই কালকে অফিসে যাব। তখব দেইখেন।
কথা শেষ করেই আমি কেটে দিলাম।
কিছুক্ষন পর ম্যাম খাবার নিয়ে আসলেন।
*" নিন খাবারগুলো খেয়ে ঔষধ খেয়ে নিন।
*" ওকে।ম্যাম
*"নিজে খেতে পারবেন নাকি খাইয়ে দিব।
*" ম্যাম আমার হাত তো কিছু হয় নাই।
*" কে বলেছে?আমি দেখছি আপনার হাত কাটা। আমি খাইয়ে দিচ্ছি।
আমার অবাক হয়ে তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করার নাই।
*" কি হলো? হা করে তাকিয়ে না থেকে খাবার খান। আমার হাত ব্যাথা হয়ে যাচ্ছে।
আমি খাবার মুখে নিয়ে খেতে লাগলাম।
খাওয়ানো শেষ করে ম্যাম চলে গেলেন।
*" ম্যাম আপনি যে আপনার ভালবাসার মানুষের নাম বলতে চাইলেন?(আমি পিছন থেকে বললাম)
*" হুম। একটু পরে আব্বু এসে আপনাকে বলবে।(বাইরে থেকে)
স্যার বলবে মানে?
বাবা, মেয়ের মধ্যে কি মিল!
মিল থাকারই কথা।
স্যার বলেছিলেন
ম্যাম যখন অনেক ছোট তখন স্যারের স্ত্রী মারা যান।
একটু পর স্যার আসলেন।
*" সানি এখন কেমন লাগছে?
*" এখন অনেকটা ভাল লাগছে।
*" তোর সাথে আমার কিছু কথা ছিলো। জানি না তুই কথাগুলা কিভাবে নিবি।
*" স্যার এটা আপনি কি বলছেন? আমি কিছু মনে করব না। বলেন।
*" তুই জানিস রিদি আমার মা মরা একমাত্র মেয়ে। মেয়েটা খুব যেদি কিন্তু খুব ভাল। আসলে রিদি তোকে অনেক পছন্দ করে। প্লিজ বাবা তুই না করিস না।
(স্যার হাত জোর করে বললেন)
*" এ কি করছেন স্যার। আপনি আমার বাবার মতো। প্লিজ আমায় আর লজ্জা দিবেন না।সত্যি কথা বলতে কি আমিও রিদি ম্যাম কে অনেক পছন্দ করি।
আমার কথা শুনে স্যার অনেক খুশি হলেন।
*" তাই নাকি? তাহলে বলসনাই কেন?
*" বলতে চেয়েছিলাম। কিন্তু যখনই বলতে গেলাম তখনই ম্যাম বললেন তিনি নাকি অন্য একজনকে ভালবাসেন।
*" আরে গাধা সেটা তুই।
*" হুম এখন জানতে পারলাম।
*"তো এখন গিয়ে বলে দে।
আমি আর কোন কথা না বলে দিলাম দৌড়।
স্যার পিছন থেকে ডাক দিলেন।
*" আরে গাধা শুনে যা।
আমি আবার ফিরে এলাম।
*" জি স্যার বলেন।
*" রিদি ছাদে দারিয়ে আছে। যাওয়ার সময় বাগান থেকে গোলাপ নিয়ে যাস। তা নাহলে আবার নামতে হবে।
*" ধন্যবাদ শ্বশুর আব্বা।
বলে আবার ছুটলাম।
গন্তব্য বাড়ির ছাদ নাকি বাগান জানি না। কিন্তু উদ্দেশ্য রিদি ম্যাম।
সবাই দোয়া করবেন।.................
No comments:
Post a Comment